চট্টগ্রামে টিআই মামুনকে পরিবহন শ্রমিকের দৌড়ানি!

Passenger Voice    |    ১০:২৫ এএম, ২০২১-০৯-১৪


চট্টগ্রামে  টিআই মামুনকে পরিবহন শ্রমিকের দৌড়ানি!

চট্টগ্রাম : চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তফা আল মামুনকে ধাওয়া করেছে স্থানীয় গণপরিবহণ শ্রমিকরা। গতকাল সোমবার নগরীর আকবর শাহ থানা এলাকার সিটি গেইটের সামনে এমন ঘটনা ঘটে। পরে এ ঘটনার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি নানা অনিয়মে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান টিআই মোস্তফা আল মামুন। তিনি সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। বেলা ১১টার দিকে তাদের পাশে থাকা মাস্কবিহীন একজনকে টিআই মামুন সরে যেতে বলেন। সে সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজনের সহযোগিতায় টিআই মামুনকে ধাওয়া দেন।

এরপর সড়কে জড়ো হয়ে শ্রমিকরা ‘টিআই মামুনের অত্যাচার, মানি না, মানব না’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ঘটনাস্থলে আকবর শাহ থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ব্যাপারে আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘কর্ণেল হাট এলাকায় শ্রমিকদের সাথে টিআই মামুন সাহেবের ভুল বুঝাবুঝি হয়েছে। মূলত তিনি অবৈধ গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াতে সিএনজি ও বাস শ্রমিকরা তার উপর ক্ষিপ্ত ছিলেন। সোমবার সকালে একটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগ করছিল অন্য পরিবহন শ্রমিকরা। এসময় কিছু শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠলে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিআই মামুনকে সরিয়ে দিই। তাকে কোন গণপিঠুনির ঘটনা ঘটেনি। কিন্তু তিনি চলে যাওয়ার সময় কিছু শ্রমিক পিছু নেওয়ার চেষ্টা করেছিল। তবে আমরা শ্রমিকদের শান্ত করেছি।’

তবে টিআই মামুন দাবি করেন, তার পেছনে অবৈধ লেন ঘিরে চাঁদাবাজি করা কয়েকজন লেগে আছেন। সিটি গেট এলাকায় একটি অবৈধ কার এবং একটি অবৈধ অটোরিকশা লেন বন্ধ করে দেওয়াতে তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ অটোরিকশা ও হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘টিআই মামুন নিয়মিত ম্যাক্সিমা গাড়ি থেকে মাসোহারা নেন, সিটির পরে চলাচলকারী বাসগুলো থেকেও মাসোহারা নেন। আজকে টাকা পয়সার জন্য আন্দোলন হয়নি। একটি গাড়িকে মামলা দেওয়ার সময় তারেক নামের এক চালককে মেরেছেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। খবর পেয়ে শ্রমিকদের রোষানল থেকে টিআই মামুনকে রক্ষা করেছি। শুধু আজকে নয় প্রতিদিনই শ্রমিকদের মারধর করেন তিনি। আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে টিআই মামুনের প্রত্যাহারের দাবি জানিয়েছি।’